News71.com
 International
 06 Oct 16, 10:41 AM
 316           
 0
 06 Oct 16, 10:41 AM

পাষন্ড : মাত্র ৫০ টাকার জন্য মা-কে পিটিয়ে হত্যা।।

পাষন্ড : মাত্র ৫০ টাকার জন্য মা-কে পিটিয়ে হত্যা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নী জেলার মহিদপুরে মাত্র ৫০ টাকার জন্য মা-কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করল এক বালক। মৃতের নাম ধাপু বাঈ (৪৫)। আর ছেলের বয়স ১৬ বছর।

প্রতিবেশীরা জানান, মৃত মহিলা সৎ মা হলেও ছেলেটিকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। কিন্তু ছেলেটি যখন-তখন অকথ্য ভাষায় গালিগালাজ করত মাকে। গত বুধবার ছেলেটি মায়ের কাছে ৫০ টাকা চেয়েছিল। মা জানান, টাকা নেই, এখন দিতে পারবেন না।
এরপরই মা-কে গালিগালাজ করতে শুরু করে সে। তারপর কথা কাটাকাটির এক পর্যায় ছেলেটি একটি লাঠি দিয়ে মা-কে মারতে শুরু করে। পাশের ঘরে ঘুমোচ্ছিলেন বাবা। তিনি বাধা দিতে গেলে বাবাকেও মারধর করে। লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।

জানা যায়, ঘটনার পর ছেলেটি পালিয়ে যায়। তবে খবর পেয়ে পুলিশ ছেলেটিকে গ্রেফতার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন