আন্তর্জাতিক ডেস্কঃ টাইফুন চাবার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ কোরিয়ার একাধিক শহর। এতে অন্তত ৫জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর বুসান ও উলসান। সেখানকার স্কুল, শিল্প প্রতিষ্ঠান ও দেশটির প্রধান বন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। শহরের রাস্তা ঢেকে গেছে কাঁদাযুক্ত বন্যার পানিতে।
দক্ষিণ কোরিয়ায় আঘাত হানার পর টাইফুনটি জাপানের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে আবহাওয়াবিদরা সতর্কতা জারি করেছে। বিমান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় মাধ্যম জানিয়েছে, টাইফুনের আঘাতের পর উলসানের এক দমকলকর্মীসহ ৫জন নিখোঁজ রয়েছেন।