আন্তর্জাতিক ডেস্কঃ ভারত শাসিত কাশ্মীরের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে জঙ্গিরা। আজ বৃহস্পতিবার ভোরে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারাতে ৩০ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া ভারতীয় সেনার পক্ষ থেকেও। দুই পক্ষের ২০ মিনিট ব্যাপী গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে ।
সেনা সূত্রে খবর, এদিন ভোর ৫টার দিকে সেনা ঘাঁটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গোলাবর্ষণ শুরু করে জঙ্গিরা। এরপরই সতর্ক হয়ে যায় সেনারাও। এরপর সকাল সাড়ে ৬টার দিকে ফের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। হামলার পরই জঙ্গিদের খোঁজে জোর অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাকে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এখনও সেনা-জঙ্গির লড়াই চলছে ।
সাম্প্রতিককালে এনিয়ে কাশ্মীরে সেনা ঘাঁটিকে লক্ষ্য করে ৩বার হামলা চালালো জঙ্গিরা। ৩দিন আগেই বারামুলায় সেনা ঘাঁটিতে হামলা জঙ্গি হামলায় এক বিএসএফ সদস্য নিহত হয়। তার আগে গত ১৮ই সেপ্টেম্বর উরিতে জঙ্গি হামলায় ১৯ জন সেনার মৃত্যু হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তান মদদপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের নাম উঠে আসে ।
এই ঘটনার পরই ২৯শে সেপ্টেম্বর এলওসি পেরিয়ে পাক শাসিত কাশ্মীরে গিয়ে ৭টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী। সেনা অভিযানে দুই পাকিস্তানি সেনাসহ প্রায় ৩৮ জন জঙ্গি মারা যায় বলে দাবি করছে ভারত ।