আন্তর্জাতিক ডেস্ক : ফ্রেঞ্চ গায়নার কৌরু থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিল ভারতের সর্বাধুনিক সংযোগকারী উপগ্রহ জিস্যাট-১৮। বুধবার উৎক্ষেপণের কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় ২৪ ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হয় গোটা প্রক্রিয়া। অবশেষে বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ আমেরিকার এই ফরাসি উপনিবেশ থেকে মহাকাশে রওনা দেয় উপগ্রহটি।
জিস্যাট-১৮ তৈরি করেছে ইসরো। এর কাজ হল দেশের টেলিযোগাযোগ প্রযুক্তিকে আরও শক্তিশালী করা। এই উপগ্রহটি ছাড়াও বর্তমানে মহাকাশে পাক খাচ্ছে ইসরোর আরও ১৪টি টেলিযোগাযোগ উপগ্রহ।
ইউরোপীয় লঞ্চার আরিয়ানস্পেস জিস্যাট-১৮কে পৌঁছে দিয়েছে কক্ষপথে। জিস্যাটের সঙ্গেই এই লঞ্চার অস্ট্রেলিয়ার স্কাই মুস্টার II উপগ্রহকেও মহাকাশে পাঠিয়েছে। উৎক্ষেপণের প্রায় ৩২ মিনিট পর জিস্যাট পৌঁছে গেছে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে।
আরিয়ানস্পেস লঞ্চারের সাহায্যে এই নিয়ে ২০তম উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থাটি ভারী উপগ্রহ উৎক্ষেপণের জন্য আরিয়ান-৫ রকেটের ওপর নির্ভর করে। তবে এ জন্য এখন জিএসএলভি এমকে-৩ লঞ্চার তৈরি করছে তারা।