আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বেঙ্গালুরুর বেলান্দুর আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ৭তলা ভবন ধসে অন্ততপক্ষে ৩জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল বুধবার এ দুর্ঘটনাটি ঘটে ।
বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনারের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরো ৪জন ধ্বংসস্তূপের ভিতরে আটকা পড়ে আছেন। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।