
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় ম্যাথিউ প্রথমবার আঘাত হানার পর ঘুরে আসার পথে ফের আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে ।
২০৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা ম্যাথিউ প্রথমববার ফ্লোরিডার কেন্দ্রে আঘাত হানতে পারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ফ্লোরিডা পূর্ব উপকূলের কাছে অবস্থান করা ৪ মাত্রার ম্যাথিউয়ের কারণে ফ্লোরিডা উপকূল, জর্জিয়া ও সাউথ ক্যারোলিনা অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ ।
এরইমধ্যে ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে হাহতিতে অন্তত ২৮৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দেশটির উপকূলের ৮০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত ও ৩০ হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এদিকে, ২০০৪ সালের পর ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্তত ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ।
এছাড়া অরেঞ্জ কাউন্টিতে স্থানীয় সময় আগামী শনিবার (০৮ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন হারিকেন ‘ম্যাথিউ’ গত সপ্তাহজুড়ে শক্তি সঞ্চয় করতে থাকে। ঝড়টি এতো ধীরে ধীরে এগুতে থাকে যে তখন এর ‘শক্তি’ নিয়ে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এটি ক্যাটাগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয় ।