News71.com
 International
 07 Oct 16, 10:54 AM
 436           
 0
 07 Oct 16, 10:54 AM

ঘুর্নিঝড় হ্যারিকেন ম্যাথিউ- এর আঘাতে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৩ জন

ঘুর্নিঝড় হ্যারিকেন ম্যাথিউ- এর আঘাতে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৩ জন

আন্তর্জাতিক ডেস্কঃ হ্যারিকেন ম্যাথিউ- এর আঘাতে হাইতিতে শেষ খবর পাওইয়া পর্যন্ত মোট ২৮৩ জনের প্রাণহানির ঘটেছে। যার মধ্যে অন্তত ৫০ জন মারা গেছেন দেশটির দক্ষিণের শহর রচি-এ-বাতুয়ায়। প্রধান নগরী জেরেমির ৮০ শতাংশ ভবন মাটিতে মিশে গেছে। এছাড়া সুড নগরীর অন্তত ৩০ হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে ।

শক্তিশালী হারিকেন ‘ম্যাথিউ গতকাল’ বৃহস্পতিবার ক্যারিবীয় দেশ হাইতি, কিউবা ও ডমিনিকান রিপাবলিকে আছড়ে পড়েছে। ৪ ক্যাটাগরির ঝড়টি ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে হাইতিতে আঘাত হানে। এই ক্ষয়ক্ষতির জন্য দেশটির বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি চতুর্থ মাত্রার ঝড়ে রূপ নিয়ে বাহামার উপরে ঘুরছিলো। ক্যারিবিয়ান সাগরে গত ১ দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ ঝড়টি ক্রমশ এগিয়ে যাচ্ছিলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে। হারিকেনের সম্ভাব্য আঘাত সম্পর্কে ইতোমধ্যে ফ্লোরিডার নাগরিকদের সতর্কতার পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ।

মার্কিন এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, ক্যাটাগরি-৪ ঝড়টি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে। ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন হারিকেন ‘ম্যাথিউ’ গত সপ্তাহজুড়ে শক্তি সঞ্চয় করতে থাকে। ঝড়টি এতো ধীরে ধীরে এগুতে থাকে যে তখন এর ‘শক্তি’ নিয়ে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন