
আন্তর্জাতিক ডেস্কঃ পর্যটকদের জন্য এক বছর তাজমহল দর্শন বন্ধ রাখা হচ্ছে। তাজমহলের হারানো জৌলুস ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত মাত্রায় বায়ু দূষণের ফলে পৃথিবীর এই সপ্তম আশ্চর্যটি একটু একটু করে নিজের শ্বেতশুভ্র রং হারাচ্ছে। শুভ্রতা ধরে রাখতে তাই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।
১৭০০ সালে তৈরি হওয়ার পর এই প্রথমবার তাজমহলের মূল গম্বুজে মাটির প্রলেপ লাগিয়ে (মাড-প্যাক থেরাপি) তার শুভ্রতা অক্ষত রাখার কাজ শুরু হতে চলেছে। এই পদ্ধতিতে মার্বেলের হলদেটে ভাব অনেকটাই কেটে যাবে। ফলে ফের উজ্জ্বল হয়ে উঠবে এই ঐতিহাসিক স্মৃতিসৌধ ।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) তরফে জানানো হয়েছে, পুরো কাজ শেষ হতে অন্তত বছর খানেক সময় লাগবে। সবদিক খতিয়ে দেখেই তাজমহলের রূপ ফেরানোর জন্য এই থেরাপিকে বেছে নিয়েছে এএসআই-এর বিজ্ঞান শাখা। তাজমহলের হলদেটে ভাব কাটানোর জন্য লোকসভায় অনেক দিন আগে থেকেই সরব হয়েছিল পরিবেশরক্ষা কমিটি। অবশেষে সেই কাজ শুরু হচ্ছে ।
এএসআই-এর তরফে জানানো হয়েছে, মাড-প্যাক তৈরির কাজ শুরু হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর এপ্রিল মাস থেকে গম্বুজে মাটির প্রলেপ লাগানোর কাজ শুরু হবে ।