News71.com
 International
 07 Oct 16, 11:03 AM
 391           
 0
 07 Oct 16, 11:03 AM

সংস্কারের জন্য পর্যটকদের জন্য এক বছর বন্ধ থাকবে বিশ্ব সৌন্দর্যখ্যাত তাজমহল ।।

সংস্কারের জন্য পর্যটকদের জন্য এক বছর বন্ধ থাকবে বিশ্ব সৌন্দর্যখ্যাত তাজমহল ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পর্যটকদের জন্য এক বছর তাজমহল দর্শন বন্ধ রাখা হচ্ছে। তাজমহলের হারানো জৌলুস ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত মাত্রায় বায়ু দূষণের ফলে পৃথিবীর এই সপ্তম আশ্চর্যটি একটু একটু করে নিজের শ্বেতশুভ্র রং হারাচ্ছে। শুভ্রতা ধরে রাখতে তাই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।

১৭০০ সালে তৈরি হওয়ার পর এই প্রথমবার তাজমহলের মূল গম্বুজে মাটির প্রলেপ লাগিয়ে (মাড-প্যাক থেরাপি) তার শুভ্রতা অক্ষত রাখার কাজ শুরু হতে চলেছে। এই পদ্ধতিতে মার্বেলের হলদেটে ভাব অনেকটাই কেটে যাবে। ফলে ফের উজ্জ্বল হয়ে উঠবে এই ঐতিহাসিক স্মৃতিসৌধ ।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) তরফে জানানো হয়েছে, পুরো কাজ শেষ হতে অন্তত বছর খানেক সময় লাগবে। সবদিক খতিয়ে দেখেই তাজমহলের রূপ ফেরানোর জন্য এই থেরাপিকে বেছে নিয়েছে এএসআই-এর বিজ্ঞান শাখা। তাজমহলের হলদেটে ভাব কাটানোর জন্য লোকসভায় অনেক দিন আগে থেকেই সরব হয়েছিল পরিবেশরক্ষা কমিটি। অবশেষে সেই কাজ শুরু হচ্ছে ।

এএসআই-এর তরফে জানানো হয়েছে, মাড-প্যাক তৈরির কাজ শুরু হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর এপ্রিল মাস থেকে গম্বুজে মাটির প্রলেপ লাগানোর কাজ শুরু হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন