
আন্তর্জাতিক ডেস্কঃ কর দফতরের কর্মী হিসেবে পরিচয় দিয়ে মার্কিন নাগরিকদের কাছ থেকে ব্যাঙ্কের তথ্য জোগাড় করত ভারতের একটি কল সেন্টারের কর্মীরা। তথ্য দিতে অস্বীকার করলে ভয় দেখানো হতো। মোট কলের মাত্র ১০ শতাংশের ক্ষেত্রেই সাফল্য মিলত। তাতেই প্রচুর আয় হত ওই কল সেন্টারের ।
আমেরিকা থেকে অভিযোগ পেয়ে সম্প্রতি কল সেন্টারটির ৫০০ কর্মীকে আটক করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। গত মঙ্গলবার রাতে প্রায় ২০০ পুলিশের একটি দল হানা দেয় থানের মীরা রোড সংলগ্ন ওই কল সেন্টারে। ১২ ঘণ্টা ধরে সার্চ অপারেশন চালিয়ে প্রায় ১ কোটি টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ ।
কল সেন্টারের প্রায় ৭০০ কর্মী এই কাজে জড়িত ছিলেন। যাদের মধ্যে কিছু প্রশিক্ষণরত কর্মীও ছিলেন, যারা এই বিষয়ে জানতেন না। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে ৮ জন ম্যানেজারও রয়েছে, যারা পুরো বিষয়টি দেখভাল করত। মূল অভিযুক্ত ইন্দো-আমেরিকান এক ব্যক্তি। তার খোঁজে তল্লাশি চলছে ।