আন্তর্জাতিক ডেস্কঃ জিম্বাবুয়ের ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আজ শুক্রবার একদিনের আনুষ্ঠানিক সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দেশটিতে এটি তার আকস্মিক সফর। গতকাল বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া সরকার জানায়, কুয়ালালামপুরে মুগাবে প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের সঙ্গে সাক্ষাত করবেন। আকস্মিক এ সফরের উদ্দেশ্যের ব্যাপারে এর বেশী কিছু জানানো হয়নি ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০০০ সালের পর মালয়েশিয়ায় এটি হবে জিম্বুয়ের প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক সফর। তবে তিনি এর আগে স্বাস্থ্যগত কারণে মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফর করেন। সাম্প্রতিক বছরগুলোতে মুগাবের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হয় ।
মুগাবে তার অসুস্থতার খবরের কথা অস্বীকার করে ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তবে এ বছর তার শাসনের বিরুদ্ধে দেশে বিক্ষোভ হতে দেখা যায়। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মুগাবের সফরকালে প্রকাশ্যে কোন অনুষ্ঠান বা তার সঙ্গে সাংবাদিকদের সাক্ষাতের কোন সুযোগ থাকছে না ।