আন্তর্জাতিক ডেস্কঃ নাইজারের একটি শরণার্থী ক্যাম্পে হামলায় ২০ সেনা নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নাইজারের পশ্চিমাঞ্চলের তাহুয়া এলাকায় মালিয়ান শরণার্থীদের একটি শিবিরে হামলায় এ হতাহতের ঘটনাটি ঘটে। নাইজারের রাষ্ট্রীয় মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এ খবর জানিয়েছে ।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্বৃত্তরা শরণার্থী শিবিরের কাছে একটি সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ২০ সেনা নিহত ও অপর ৩জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী রাফিনি জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ।
প্রতিবেশী দেশ মালিতে ফরাসি সেনাবাহিনী জঙ্গিদের উৎখাতে অভিযান শুরু করার পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। গত মাসে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ২ শরণার্থী নিহত হয়েছে। নাইজারের সেনা বাহিনী এখন জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে ।