News71.com
 International
 07 Oct 16, 07:03 PM
 342           
 0
 07 Oct 16, 07:03 PM

হাইতিতে হারিকেন ম্যাথিউর আঘাতে প্রাণহানি ৪৭৮ ।।

হাইতিতে হারিকেন ম্যাথিউর আঘাতে প্রাণহানি ৪৭৮ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ এক দশকে সবচেয়ে শক্তিশালী ঝড় ম্যাথিউর আঘাতে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে সবশেষে প্রাণহানির সংখ্যা ৪৭৮ জানিয়েছে কর্তৃপক্ষ।

তাণ্ডব চালিয়ে সামুদ্রিক ঝড়টি এখন ফ্লোরিডা উপকূলে। ঝড়টি যেকোনো মুহূর্তে সেখানে আঘাত হানবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন