News71.com
 International
 07 Oct 16, 07:04 PM
 350           
 0
 07 Oct 16, 07:04 PM

এবার শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস ।।

এবার শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি চলতি বছরের শান্তিতে পুরস্কার ঘোষণা করেছে। এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়ে দেওয়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি ।

৪ বছরের আলোচনার পর দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে শান্তি চুক্তির প্রশংসা করেছে নোবেল কমিটি। অবশ্য কলম্বিয়া সরকারের করা ওই শান্তি চুক্তি সম্প্রতি গণভোটে প্রত্যাখ্যান হয়েছে।

পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন