News71.com
 International
 08 Oct 16, 01:26 PM
 344           
 0
 08 Oct 16, 01:26 PM

তুরস্কে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন নারী জঙ্গি আটক ।।

তুরস্কে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন নারী জঙ্গি আটক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পুলিশ সদস্যরা নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) এক সন্দেহভাজন নারী জঙ্গিকে আটক করেছে। আটককৃত জঙ্গি ইস্তাম্বুলের একটি থানার কাছে মোটরসাইকেল বোমা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা এ কথা জানিয়েছে ।

সূত্রে জানা গেছে, তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ আকসারেইয়ে দুই ব্যক্তির সঙ্গে ওই নারীকে আটক করা হয়। আটকের সময় তার সঙ্গে একটি ভুয়া পাসপোর্ট ছিল। এই নিয়ে ইস্তাম্বুলের ইয়েনিবোসনা এলাকায় গতকাল বৃহস্পতিবারের ওই বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করা হল। সংশ্লিষ্ট সূত্র মতে, নগরীর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ হামলা চালানো হয়। ওই বোমা হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বোমাটি একটি মোটরসাইকেলে পেতে রাখা হয়েছিল। টেলিভিশনে দেখা গেছে, বিস্ফোরণের পর বেশ কয়েকটি গাড়ির ধ্বংসাবশেষ ও কাচ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এদিকে এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, গত ১৫ই জুলাই তুরস্কের ক্ষমতাসীন সরকারকে উচ্ছেদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর গতকাল বৃহস্পতিবারের হামলাটি ছিল প্রথম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন