News71.com
 International
 12 Oct 16, 01:13 AM
 365           
 0
 12 Oct 16, 01:13 AM

ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনি এলাকা থেকে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্ষেপণাস্ত্র দুটি পানিতে পড়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাসন লক্ষ্য করে রোববার ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয় বলে রয়টার্সকে জানান পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস।

এক সপ্তাহ আগে হুতিদের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ লক্ষ্য করেও হামলা চালানোর এক সপ্তাহ পরই এ ঘটনা ঘটল। এতে করে ইয়েমেন সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য ঝুঁকি বাড়ছে বলেই মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে লোহিত সাগরের ইয়েমেন উপকূল থেকে হামলার এ ব্যর্থ চেষ্টা চলে। এক ঘন্টারও বেশি সময় ধরে জাহাজমুখী দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়।

পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস বলেছেন, “জাহাজে পৌঁছানোর আগেই উভয় ক্ষেপণাস্ত্র পানিতে পড়ায় নাবিকদের কেউ হতাহত হয়নি এবং জাহাজটিরও কোনও ক্ষতি হয়নি।”

নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটির কারণে ইউএসএস ম্যাসনের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। তবে এসব প্রতিরোধ ব্যবস্থার কারণেই ক্ষেপণাস্ত্র দুটি সরাসরি আঘাত এড়ানো গেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ওই কর্মকর্তা জানান, ইউএসএস ম্যাসন থেকে পাল্টা গুলিবর্ষণ করা হয়নি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলের বাব আল মানদাব প্রণালীর কিছুটা উত্তরে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

হুতিদের অস্ত্র সরবরাহ করার জন্য আঞ্চলিক শক্তি ইরানকে দায়ী করে আসছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। তবে শিয়া হুতিদের ইয়েমেনের বৈধ কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করে দেশটি।

ওদিকে, ইয়েমেনের রাজধানী সানায় জানাযার নামাজে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর বিমান হামলায় ১৪০ জন নিহত হওয়ার পর এ জোটের প্রতি সমর্থন পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

২০১৫ সালের মার্চে শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় তিন হাজার ৮০০ জন বেসামরিক। এদের অধিকাংশের মৃত্যুর জন্য সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীকে দায়ী করেছে জাতিসংঘ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন