News71.com
 International
 13 Oct 16, 10:27 AM
 346           
 0
 13 Oct 16, 10:27 AM

এবার ৫০ বছর বয়সে মা হচ্ছেন পপ তারকা জ্যানেট জ্যাকসন

এবার ৫০ বছর বয়সে মা হচ্ছেন পপ তারকা জ্যানেট জ্যাকসন

আন্তর্জাতিক ডেস্ক: ৫০ বছর বয়সে মা হচ্ছেন কিংবদন্তি পপ তারকা মাইকেল জ‌্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন। সম্প্রতিক সময়ে পিপল ম‌্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। একই সঙ্গে তিনি আরও বলেছেন, 'স্রষ্টাকে ধন‌্যবাদ যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন'।

আবার এদিকে, লন্ডনে জ‌্যানেটকে নবজাতকের নানা সামগ্রীও নাকি কিনতে দেখা যায়। মা হওয়ার আনন্দে বিভোর এই শিল্পীর শরীর ও মন দুটোই ভালো আছে।

জানা গেছে, জ‌্যানেট জ্যাকসনের স্বামী কাতারের নাগরিক ভিসাম আল মানা। তিনি কাতারভিত্তিক আল মানা গ্রুপের নির্বাহী পরিচালক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন