আন্তর্জাতিক ডেস্ক: নারীকে জড়িয়ে ধরার বিষয়টি 'শতভাগ মিথ্যা' বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় নিজ ভক্তদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ট্রাম্প এ কথা বলেছেন। তখন ট্রাম্প বলেছেন, যেই নারী এই দাবি করেছে, সে ভয়ংকর মিথ্যাবাদী। আর মিডিয়া হিলারি ক্লিনটনের পক্ষে থাকায় বিষয়টি যাচাই-বাছাই না করেই প্রচার করছে।
জানা গেছে, এর আগে বেশ কিছু নারী সদস্য দাবি করে ট্রাম্প তাদের জড়িয়ে ধরেছে এবং জোর করে চুমু খেয়েছে। মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা এ ধরণের সংবাদকে 'জঘন্য এবং হীন' কাজ বলে বর্ণনা করেছেন। তিনি নিউ হ্যাম্পশায়ারে হিলারির এক ক্যাম্পেইনে বলে, শালীনতার দৃষ্টান্ত হওয়া উচিত নেতাদের। ট্রাম্পের ভিডিওটি সম্পর্কে তিনি বলেছেন, এটি আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। এমন কিছু কেউ ভাবতে পারে, তা আমার জানা ছিল না!