আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজা ভূমিবল আদুলেয়াদেজ গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৫২মিনিটে মৃত্যুবরণ করেন। রাজা ভূমিবল মৃত্যুতে থাইল্যান্ডে এক বছরের শোক ঘোষণা করা হয়েছে। সেই সাথে আগামী এক মাস থাইল্যান্ডের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ওই রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানা হয়েছে, "গতকাল স্থানীয় সময় দুপুর ৩টা ৫২ মিনিটে রাজার মৃত্যু হয়। এবার থাইল্যান্ডের পরবর্তী রাজা হবেন ৬৪ বছর বয়সী ক্রাউন প্রিন্স মাহাওয়াজিরালংকর্ন। রাজা ভূমিবল থাইল্যান্ডের ব্যাপক জনপ্রিয় ছিলেন। ৭০ বছর ধরে তিনি থাইল্যান্ডের রাজতন্ত্রে রাজার আসনে ছিলেন। রাজা ভূমিবল দেশটিতে বেশ কয়েকবার রাজনৈতিক সংকট ও বিদ্রোহ দমন করে দেশে স্থিতিশীলতা নিয়ে এসেছেন।"
জানা গেছে, চলতি বছর বেশ কয়েকবার স্বাস্থ্য জটিলতা দেখা দেয় রাজার। এরপরে জনসমক্ষেও তাকে দেখা গেছে অল্প কয়েকবার। বিগত ১৯৪৬ সালে তার বড় ভাই রাজা আনন্দ রাজপ্রাসাদে এক গোলাগুলিতে মারা যাওয়ার পর মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল সিংহাসনে বসেন। এরপর থেকেই গত ৭০ বছর ধরে তিনি রাজসিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।