
আন্তর্জাতিক ডেস্ক: শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে ফের ভারতীয় বন্য হাতির পদপিষ্ট হয়ে মমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা বলেছেন, গতকাল দিনগত রাত সাড়ে ১২টার দিকে ৭০/৮০টি বন্য হাতি তাওয়াকুচা টিলাপাড়া গ্রামের বসত বাড়িতে হামলা করে। এসময় মমেনা বেগম এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে মেরে ফেলে। আর এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শতাধিক বন্য হাতির দল দুই ভাগে বিভক্ত হয়ে সীমান্ত পিলার পেরিয়ে পানবর ও দুধনই গ্রামে হামলা করে তিন জন ব্যক্তিকে পায়ে পিষে মেরে ফেলে।