আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কাশ্মীরে সীমা সশস্ত্র বল (এসএসবি)-এর সেনা কনভয়ে ভয়ঙ্কর হামলা চালাল জঙ্গিরা। এ হামলায় ১ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শ্রীনগরের কাছেই জাকুরায় এসএসবি-এর গাড়ি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। এসএসবি-র সেনারা যখন তাদের ক্যাম্পে ফিরছিলেন তখনই তাদের গাড়ি বহরে জঙ্গিরা হামলা চালায়। আর এ হামলার পরই এলাকা থেকে গা ঢাকা দেয় জঙ্গিরা। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হয়েছে।
এসএসবি-র আইজি দীপক কুমার বলেছেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহিনীর ৩ টি কোম্পানি ডিউটি সেরে যখন ফিরছিলেন তখন সেনার ৬ টি গাড়ি বহরে জঙ্গিরা হামলা চালায়। তারা বহরের প্রথম গাড়িটিকে লক্ষ্য করে একে সিরিজের রাইফেল থেকে গুলি ছুঁড়তে থাকে এবং এর পরই পালিয়ে যায়।
এসএসবি-র পক্ষ থেকে পুরো হামলার ঘটনাটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে। এনিয়ে একটি বৈঠকে বসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।