আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় মিশরের সিনাই উপদ্বীপে মিশরের ১২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। তখন ওই সময় ১৫ জঙ্গিও নিহত হয়েছে বলে জানিয়েছেন মিশরের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী বলেছেন, গতকাল শুক্রবার বির আর আবদ শহরের কাছে এ হামলা চালানো হয়।
আবার এ ঘটনায় কর্মকর্তারা বলেছেন, তল্লাশিচৌকিতে জঙ্গিরা হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।