News71.com
 International
 15 Oct 16, 10:49 AM
 330           
 0
 15 Oct 16, 10:49 AM

'জঙ্গিরা নয়, পাকিস্তানের সেনাই তাদের পরমাণু নিরাপত্তার শত্রু' ।। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেনন

'জঙ্গিরা নয়, পাকিস্তানের সেনাই তাদের পরমাণু নিরাপত্তার শত্রু' ।। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেনন

 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পরমাণু কর্মসূচির নিরাপত্তা শুধু সন্ত্রাসবাদী দৌরাত্ম্যের কারণে অনিশ্চিত নয়। পাকিস্তানে পরমাণু নিরাপত্তার পক্ষে সবচেয়ে বড় বিপদ সে দেশের সেনাই। আর এমনটাই মনে করছেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঝানু কুটনৈতিক শিবশঙ্কর মেনন।

উল্লেখ্য সম্প্রতি ভারতের বিদেশনীতি সংক্রান্ত বিষয় নিয়ে এক সময়ের তুখোড় আমলা শিব শংকর মেননের লেখা একটি বই প্রকাশিত হয়েছে। আর তার সেই বইতেই সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই আশঙ্কা প্রকাশ করেছেন।

বলতে মেনন লিখেছেন পরমাণু অস্ত্র ব্যবহার করার পদ্ধতি এবং প্রক্রিয়া অত্যন্ত জটিল। বিশেষ প্রশিক্ষণ না থাকলে পরমাণু অস্ত্র প্রয়োগ করা কারও পক্ষে সম্ভব নয়। তাই জঙ্গিরা কখনও পাকিস্তানের পরমাণু অস্ত্রাগার কব্জা করতে পারলেও, পরমাণু বোমা ব্যবহার করে নাশকতা চালানো তাদের পক্ষে কঠিন বলে মেনন মনে করছেন। বরং জিহাদের জিগিরে উন্মাদ কোনও পাইলট বা কোনও ব্রিগেডিয়ার, পরমাণু অস্ত্রের অপপ্রয়োগ করতে পারেন বলে শিবশঙ্কর মেনন তাঁর বইতে লিখেছেন। তিনি বলেছেন, পাক সামরিক বাহিনীর কট্টরবাদী এবং অন্ধ ভারত-বিদ্বেষী কর্মীরাই সে দেশের পরমাণু নিরাপত্তার পক্ষে সবচেয়ে বিপজ্জনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন