News71.com
 International
 15 Oct 16, 10:51 AM
 309           
 0
 15 Oct 16, 10:51 AM

প্রকাশ্যে রাজনৈতিক সমাবেশে মমতার পাশে সৌরভ গাঙ্গুলি ।। রাজনৈতিক অঙ্গনে জল্পনা

প্রকাশ্যে রাজনৈতিক সমাবেশে মমতার পাশে সৌরভ গাঙ্গুলি ।। রাজনৈতিক অঙ্গনে জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: নবান্নের হাতে গোনা কয়েক জন আমলা ছাড়া তার ধারে কাছে তখন তৃণমূলের কোনও নেতা-মন্ত্রী নেই। তবুও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পাশে পাশে হেঁটে যে অরাজনৈতিক মুখটি গতকাল শুক্রবার রেড রোডের মঞ্চে পৌঁছলেন, তিনি, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তথা সিএবি-র প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

জানা গেছে, গতকাল রেড রোডে শোভাযাত্রা তখনও শুরু হয়নি। ঘড়িতে বিকেল পৌনে পাঁচটা। আকাশবাণীর দিক থেকে হেঁটে আসছেন মুখ্যমন্ত্রী। তার পাশে আছে সৌরভ। রেড রোডের মঞ্চেও মমতার পিছনের আসনে বসেছিলেন সৌরভ।

সিএবি সভাপতি হওয়ার সময় থেকে তৃণমূলনেত্রীর সঙ্গে সৌরভের ঘনিষ্ঠতা বেড়েছে। তার পর থেকে সৌরভের ‘রাজনৈতিক ইনিংসের’ সম্ভাবনা নিয়ে তৃণমূলে বিক্ষিপ্ত জল্পনা চলছিল। এ দিনের পর তা আরো বাড়ল!

মমতার সঙ্গে সৌরভকে আসতে দেখে তৃণমূলের এক নেতা এ দিন হেসে বলেন, আগামী দু’বছরে রাজ্যসভায় কিছু আসন খালি হচ্ছে। কে বলতে পারে কোন আসনে কার নাম লেখা রয়েছে!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন