News71.com
 International
 15 Oct 16, 11:19 AM
 315           
 0
 15 Oct 16, 11:19 AM

পাকিস্তানের ভবিষ্যত কোন পথে? আজই বোঝা যাবে BRICS-এ....

পাকিস্তানের ভবিষ্যত কোন পথে? আজই বোঝা যাবে BRICS-এ....

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে একঘরে করার লক্ষ্যে এবার আরও জোরদার প্রয়াস নিল ভারত। আজ থেকে গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে অষ্টম BRICS সামিট। আর সেখানেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার আবহেই পাকিস্তানের কথা উঠতে চলছে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। যদিও, সেই আলোচনায় পাকিস্তানের পক্ষ নিয় সওয়াল করার সম্ভাবনা রয়েছে চিনের পক্ষ থেকে।

ভারত, চিন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে এই BRICS সম্মেলন হয়। পরিসংখ্যান অনুসারে বিশ্বজনসংখ্যার প্রায় অর্ধেক মানুষই বসবাস করে এই পাঁচটি দেশে। তাই তাদের আর্থ-সামাজিক পরিস্থিতি ও কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্যই এই পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বসে এই BRICS সম্মেলন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন