আন্তর্জাতিক ডেস্কঃ অপহরণ করার ঘটনা নতুন নয়। কিন্তু অপহরণ করার আগে নগ্ন করার ঘটনা নতুন। সম্প্রতি আফ্রিকার নাইজার থেকে এক মার্কিন নাগরিককে অপহরণ করা হয়। অপহরণ করার সময় তার দেহরক্ষী ও পুলিশকে গুলি করে হত্যা করা হয়। আর অপহরণ করে গাড়িতে তোলার আগে পুরোপুরি বিব্রস্ত্র করে ফেলা হয় ওই মার্কিন নাগরিককে।
প্রথমবারের মতো এই এলাকায় কোনো বিদেশীকে অপহরণের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। অপহরণকারী মার্কিন নাগরিককে নিয়ে নাইজারের প্রতিবেশী দেশ মালি সীমান্তে দিকে পালিয়ে যায়। এ ঘটনায় সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে আজ শনিবার এ খবর প্রকাশ করা হয়।
নাইজারে ওই মার্কিন নাগরিক দাতব্য সংস্থার হয়ে কাজ করতেন। নিজ বাড়ির সামনে থেকেই তিনি অপহুত হন। আমেরিকার পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, ওই নাগরিক ও তার অপহরণকারীর অবস্থান শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে তারা।