News71.com
 International
 15 Oct 16, 05:28 PM
 349           
 0
 15 Oct 16, 05:28 PM

ভারতের বারানসিতে পদদলিত হয়ে নিহত ১৯

ভারতের বারানসিতে পদদলিত হয়ে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ধর্মীয় নেতা জয় গুরুদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানাতে গঙ্গার নদীর ওই সেতুটির কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল গুরুদেবের ভক্তরা। অনুষ্ঠানে শত শত ভক্ত এসে জড়ো হওয়ার এক পর্যায়ে এই পদদলনের ঘটনা ঘটে।   

কর্মকর্তারা জানিয়েছেন, যে পরিমাণ লোক আসার কথা ছিল, তা ছাপিয়ে কয়েজ হাজার মানুষ সরু রাস্তা ধরে ঠেলাঠেলি করে এগোতে থাকার সময় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা সেতু ধসে পড়েছে এমন গুজবের রেশ ধরে গুরুদেবের অনুসারিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

সোস্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিতে দেখা গেছে পড়ে থাকা জুতা, কাপড় ও বিভিন্ন জিনিসের মধ্যে নিহত ও আহতরা পড়ে আছেন, উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিচ্ছেন। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে। এ ঘটনায় বারনসি থেকে নির্বাচিত পার্লামেন্টে সদস্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন