News71.com
 International
 16 Oct 16, 11:11 AM
 310           
 0
 16 Oct 16, 11:11 AM

"ওবামা নয়, হিটলার আমার আদর্শ" ।। দেশকে মাদক মুক্ত করতে ৩০ লাখ লোক হ্ত্যার ছক....

আন্তর্জাতিক ডেস্কঃ আমি হিটলারের মত, আর ওবামা একজন পতিতার ছেলে’ ফিলিপিনসের নতুন রাষ্ট্রনায়ক এখন এভাবেই দেখেন বিশ্বকে। জুন মাসের ৩০ তারিখ ফিলিপিনসের রাষ্ট্রপতি পদে বসেছেন রডরিগো ডুটেট্রে। তারপর থেকেই শুরু করেছেন দেশ জোড়া মাদক ব্যবসার বিরুদ্ধে তীব্র লড়াই ।

তবে আইন করে ব্যবসা বন্ধ বা ধড়পাকড়ের পথে হাঁটার লোক তিনি নন। মাদক চক্রীদের একেবারে গুলি করতে মারতে চান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশ জুড়ে কম বেশি ৩০ লাখ মানুষ নানাভাবে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যুক্ত। দেশের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে ভয়ানক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে মাদক। তাই বাধ্য হয়েই একেবারে রনংদেহী মুর্তি নিতে হয়েছে তাঁকে ।

তৈরি করতে হয়েছে বিশেষ ফায়ারিং স্কোয়াড। যারা রাতে পুলিশের পোশাক বদলে বেরিয়ে পড়ছে পথে ঘাটে। রাস্তায়, বসতি অঞ্চলে খুঁজে বার করছে মাদকে সঞ্চয় করা হয়েছে এমন ঘাটিগুলিকে। সেখানে নির্বিচারে গুলি চালিয়ে খতম করা হচ্ছে মাদক পাচারকারীদের। রডরিগো একটি ভাষণে এই কথাও পরিষ্কার জানিয়েছেন, তিনি ওবামার মত নন। বরং হিটালর তাঁর আদর্শ ।

তাই দেশ জুড়ে হত্যালীলা চালিয়ে আগামী প্রজন্মকে শান্তি দিতে চাইছেন তিনি। এখনো পর্যন্ত ২০ হাজারের মত মাদক চক্রীকে হত্যা করেছে পুলিশ। আগামী কয়েক দিনের মধ্যেই ৩ লাখ লোক মেরে দেশকে মাদকমুক্ত করার ইচ্ছা রডরিগোর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন