
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ২৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ৪ পাচারকারীকে আটক করেছে বেলাকোবা বনবিভাগ। গত শুক্রবার গভীর রাতে রাজ্যের শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিষ পাচারের খবর আগে থেকে পেয়ে ফুলবাড়ির কাছে ওঁৎ পেতে ছিলেন বনবিভাগের কর্মীরা। গভীর রাতে সুজয় দাস, বিপুল সরকার, পিন্টু বন্দ্যোপাধ্যায় ও অমল নুবিয়া নামের ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পাচারকারীরা কোথায় বিষ পাচার করছিল, সেটা এখনো জানা যায়নি।
এদিকে, এই বিপুল মূল্যের সাপের বিষ উদ্ধারের ঘটনাকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে পাচারচক্রের সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা ভালো ভাবে খতিয়ে দেখছে পুলিশ।