News71.com
 International
 16 Oct 16, 11:15 AM
 359           
 0
 16 Oct 16, 11:15 AM

ভারতের অভিযানের ভয়ে ঠিকানা বদলেছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ।।

ভারতের অভিযানের ভয়ে ঠিকানা বদলেছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি অধিকৃত কাশ্মীরে ঢুকে বেশ কয়েকজন জঙ্গিকে হত্যার পাশাপাশি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারত। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

বেশ কয়েকবার দু'দেশের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। তবে, পরিস্থিতি যা তাতে আমেরিকার মতো যে কোন মুহূর্তে পাকিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনের মতো জঙ্গিনেতা হাফিজ সাঈদ, আজহার মাসুদের খতম করতে পারে ভারত ।

আর সেই সার্জিক্যাল অপারেশনের তালিকায় থাকতে পারে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমও। এই আশঙ্কায় দাউদ নাকি তার ঠিকানা বদলে ফেলেছে বলে সূত্রে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন