News71.com
 International
 16 Oct 16, 11:18 AM
 351           
 0
 16 Oct 16, 11:18 AM

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে আটক ২ মার্কিন নাগরিকের মুক্তিলাভ ।।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে আটক ২ মার্কিন নাগরিকের মুক্তিলাভ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে আটক থাকা ২ মার্কিন নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। এরপর তারা প্রতিবেশি ওমানে আশ্রয় নিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সম্প্রতি ইয়েমেনের একটি অত্যেষ্টিক্রিয়ায় বোমা বিস্ফোরণে ওই ২ মার্কিন নাগরিক আহত হন।

এদিকে, বিদ্রোহীদের সঙ্গে মধ্যস্থতার জন্য ওমানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে। ২০১৫ সাল থেকে প্রেসিডেন্টের সমর্থনের হুথি বিদ্রোহীদের ওপর সৌদি জোটের বিমান হামলায় ৬৮০০ মানুষ নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন