News71.com
 International
 04 Mar 16, 01:34 AM
 947           
 0
 04 Mar 16, 01:34 AM

টানা ১৪ বছর স্কুলে উপস্থিতি, এও সম্ভব ।। একটানা স্কুলের গিয়ে "সুপার গার্ল" খেতাব জিতলেন ভারতের চন্দ্রজা গুহ।

টানা ১৪ বছর স্কুলে উপস্থিতি, এও সম্ভব ।। একটানা স্কুলের গিয়ে

নিউজ ডেস্ক : ১৪ বছর একটানা স্কুলের গিয়ে "সুপার গার্ল" খেতাব জিতে নিয়েছেন চন্দ্রজা গুহ। মেয়েটির নাম চন্দ্রজা গুহ। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানি কলকাতার উৎকন্ঠের দমদমের একটি বেসরকারি কনভেন্ট স্কুলের ছাত্রী। তাকে নিয়ে কথা বলার কারণ এই শিক্ষার্থী গত ১৪ বছর ধরে একদিনও স্কুলে অনুপস্থিত হয়নি। এর মানে হলো প্রতি বছর যে কয়েক দিন স্কুল হয়েছে, অবশ্যই স্কুলে গিয়েছে চন্দ্রজা।

ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ৪ বছর বয়সে স্কুলে নার্সারিতে ভর্তি হয়েছিল ছোট্ট চন্দ্রজা গুহ। এখন সে দ্বাদশ শ্রেণির ছাত্রী। স্কুলের হাজিরা খাতার (অ্যাটেন্ডেন্স) তথ্য মতে নার্সারিতে ভর্তি হওয়ার পর থেকে গত ১৪ বছরে শতকরা ১০০ শতাংশ উপস্থিতি ছিল চন্দ্রজার। শীত-গ্রীষ্ম-বর্ষা কোন দিন স্কুল বন্ধ  দেয়নি মেয়েটি। একটানা ১৪ বছর স্কুলে উপস্থিত থেকে অন্যদের জন্য অনুপ্রেরণাও দমদমের স্কুলের ওই ‘সুপার-গার্ল’ খ্যাত মেয়েটি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন