News71.com
 International
 16 Oct 16, 01:23 PM
 334           
 0
 16 Oct 16, 01:23 PM

বিশালাকৃতির জেড পাথর পাওয়া গেছে মিয়ানমারে

বিশালাকৃতির জেড পাথর পাওয়া গেছে মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের এক খনি থেকে ১৭৫ টন ওজনের বিশাল এক জেড পাথর পাওয়া গেছে। এ পাথরটি ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ। এতে ধারণা করা হচ্ছে, এর মূল্য প্রায় ১ কোটি ৭০ লক্ষ ডলার। উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের একটি খনি থেকে বিশালাকৃতির এই জেড পাথরটি পাওয়া যায়।

মিয়ানমার বা বার্মাতেই বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথর পাওয়া যায়। জেড সবুজ রংয়ের প্রায়-স্বচ্ছ একটি পাথর। বার্মার মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে। জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে স্বর্গের পাথর হিসেবে আখ্যায়িত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন