News71.com
 International
 16 Oct 16, 01:37 PM
 419           
 0
 16 Oct 16, 01:37 PM

সন্তানদের সঙ্গে দেখা করলেন ব্র্যাড পিট …….

সন্তানদের সঙ্গে দেখা করলেন ব্র্যাড পিট …….

নিউজ ডেস্ক: অন্য নারীর প্রতি আকর্ষিত ও তাদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য হলিউডের আইডল জুটি ব্র্যাঞ্জোলিনার সংসারে অশান্তি শুরু হয়। সে অশান্তি বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিটের বীরুদ্ধে ডিভোর্স ফাইল করার পর এই প্রথম বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারলেন ব্র্যাড পিট। তাও সব সন্তানের সঙ্গে নয়।  কিন্তু বাবা ব্যাড পিট তাদের ছয় সন্তানের মধ্যে ঠিক কাদের সঙ্গে দেখা দেখা করতে পেরেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

ব্র্যাডের বিরুদ্ধে সন্তানদের উপর শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন জোলি। যেহেতু তার বিরুদ্ধে এমন অভিযোগ ছিল সে কারণে সাক্ষাতের সময় একজন থেরাপিস্টও তাদের সঙ্গে ছিলেন সে সময়। ব্র্যাড পিটের উপর আনীত অভিযোগের তদন্ত জারি রেখেছে এক মার্কিন গোয়েন্দা সংস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন