সোহাগ সরকার : আগামি ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে সাত দফায় ভোটগ্রহণ, আর ভোট গণনা হবে ১৯ মে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ রাজ্য ভোটের তফশিল ঘোষনা করেছে ভারতের নির্বাচন কমিশন । তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, ঘোষিত হয়েছে আরও ৪ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষন। আর এ তফশিল ঘোষনার মুহুর্ত থেকে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে রাজ্য গুলিতে। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ৬ কোটি ৫৫ লক্ষ । পশ্চিমবঙ্গের সাথে ঘোষিত হয়েছে তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, অসমেও ভোট। মোট ৮২৪টি আসনে অনুষ্ঠিত হবে এ বিধানসভা ভোট।
এবারে পশ্চিমবঙ্গে মোট ভোট গ্রহণ কেন্দ্র ৭৭ হাজার ২৪৭। এবার ভোটেও থাকবে নোটা। ইভিএম এ থাকবে প্রার্থীর ছবি। পশ্চিমবঙ্গ ও অসমের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রতি জেলায় ৫ কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকবে। এবারও ইভিএম-এ থাকবে নোটা বোতাম। ভোটারদের নিরাপত্তায় ফ্লাইং স্কোয়াড, মোবাইল ফোর্স থাকবে।পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট হলেও অসমে বিধানসভা ভোট হবে মাত্র দুদফায় ।
পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট গ্রহণ হবে । পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হবে দুদিনে, প্রথম দফা ৪ এপ্রিল, ১৮টি আসনে পরের দফা হবে ১১ এপ্রিল ভোট হবে৩১টি আসনে । পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১৭ এপ্রিল, ৫৬টি আসনে ভোট পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ২১ এপ্রিল, ৬২টি আসনে ভোট পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ২৫ এপ্রিল, ৪৯টি আসনে ভোট পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ হবে ৩০ এপ্রিল, ৫৩টি আসনে ভোট পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে ৫ মে, ২৫টি আসনে ভোট সমস্ত রাজ্যে ভোটগণনা ১৯ মে।
এবার শুধুমাত্র কলকাতায় ও পার্শবর্তী ২০ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে ৩ দিনে । এরমধ্য ২১ এপ্রিল ভোট গ্রহন হবে চৌরঙ্গী, বেলেঘাটা, এন্টালি, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর ,বেলগাছিয়া এবং ৩০ এপ্রিল-টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, বজবজ, বন্দর ,ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, মেটিয়াবুরুজ আর ২৫ এপ্রিল ভোট হবে কলকাতার উৎকন্ঠে বিধাননগর, দমদম ও রাজারহাট বিধানসভা কেন্দ্রে ।
গতকাল বৃহস্পতিবার, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দিব্যেন্দু সরকার জানান, ভোট ঘোষণা দিল্লি থেকে হলেও রাজ্যে ভোট প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। ইতিমধ্যেই পৌঁছেছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । ভোটারদের মনে আস্থা তৈরি করতে এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছেন জওয়ানরা।
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, মনোনয়নপত্র পেশের সময়ও প্রার্থীদের জন্য থাকবে পর্যাপ্ত নিরাপত্তা। তবে, কোনও প্রার্থী যদি জেলবন্দি থাকেন বা হাসপাতালে ভর্তি থাকেন, তা হলে প্রতিনিধি মারফৎ মনোনয়নপত্র জমা দিতে পারবেন রিটার্নিং অফিসারের কাছে। কিন্তু, মনোনয়ন-শপথ নিতে হবে জেল সুপার কিংবা হাসপাতাল সুপারের কাছে।
রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর টহলদারির ভিডিও ফুটেজ দিল্লি পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। একইসঙ্গে প্রতি জেলাকে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাজকর্ম সম্পর্কে সিইও দফতরে রিপোর্ট জমা দিতে হবে প্রতিদিন। সেই মতো, রিপোর্ট এবং ভিডিও ফুটেজ দিল্লিতে পাঠানোর কাজ শুরু হয়েছে।