
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের একটি আবাসিক এলাকায় পার্টি চলাকালে বহুতল ভবনের বারান্দা ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪জন নিহত এবং ১০জন আহত হয়েছেন। আজ রবিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক মাধ্যমগুলো ।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির অংশি এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে বারান্দা ধসে পড়ার কারণ জানা যায়নি। এদিকে আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ ।