
নিউজ ডেস্কঃ আজ ১৮ই অক্টোবর বিশ্ব দারিদ্র বিমোচন দিবস। জাতিসংঘের উদ্যোগে প্রতিবছরই সারা বিশ্বে এই দিনে দিবসটি পালিত হয়। বিশ্বজুড়ে দারিদ্র, ক্ষুধা ও মানুষের অসমতা দূর করাই দিবসটির মূল লক্ষ্য। আমাদের দেশেও গুরুত্বের সঙ্গে পালিত হয় এই দিবসটি।
এ বছরের বিশ্ব দারিদ্র বিমোচন দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘বিল্ডিং অ্যা সাসটেইনেবল ফিউচার : কমিং টুগেদার টু অ্যান্ড পোভার্টি অ্যান্ড ডিসক্রিমিনেশন’ ( টেকসই ভবিষ্যৎ গড়তে দারিদ্র্য ও বৈষম্য নিরসনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা)।
এবারের প্রতিপাদ্য আগামী ২০৩০ সালের মধ্যে নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রারই (এসডিজি) প্রতিফলন। ১৯৯২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্তের আলোকে ১৯৯৩ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী দারিদ্র্য এখনও প্রধান সমস্যা, যেখানে বাংলাদেশ অন্যতম।
যদিও বিগত এক দশকে দেশে দারিদ্র্যের হার অনেকটাই কমছে। সাম্প্রতিক হিসাবমতে, বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যা ২৪ দশমিক ৮ শতাংশ। বৈশ্বিক ক্ষুধা নিরসন হিসেবেও বাংলাদেশের উন্নতি লক্ষণীয়।