News71.com
 International
 17 Oct 16, 10:09 AM
 385           
 0
 17 Oct 16, 10:09 AM

সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিয়ে ভারত আক্রমণে পাকিস্তানের নতুন ছক ।।

সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিয়ে ভারত আক্রমণে পাকিস্তানের নতুন ছক ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিয়ে ভারত আক্রমণের জন্য পাকিস্তানি সেনা নতুন পরিকল্পনা করেছে। আর এ অভিযানের প্রধানত ২টি কারণ হিসেবে দেখছেন ভারতীয় সেনাবাহিনীর ওয়ার গেমিং স্ট্রাটেজিস্টরা।

সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরের শুরুতেই শীত পড়ে যাবে কাশ্মীরে। ফলে শূন্য হয়ে পড়বে ওই এলাকা। তখন সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের সাহায্য নিয়ে আশ্রয় নিতে অসুবিধা হবে না জঙ্গিদের।

দ্বিতীয়ত, পাকিস্তানের সেনা প্রধান রাহিল শরিফ আগামী ৩০শে নভেম্বর অবসর নিচ্ছেন। অবসরের আগে এই তার কাছে শেষ বড় সুযোগ। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, হামলার জন্য গত এক মাস ধরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন সেনা পোস্টে ঘুরে বেড়িয়েছেন তিনি পাকিস্তান সেনাপ্রধান। তার কথা মতো একেবারে মেপে মেপেই পরিকল্পনা সাজিয়ে ফেলেছে দেশটির সেনা সদস্যরা।

পরিকল্পনা মতো, গত এক মাসে ২৭ বার কাশ্মীরের বিভিন্ন এলাকায় হানা দিয়েছে পাকিস্তানি জঙ্গিরা। পাকিস্তানের এই নতুন ছক চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় সেনার থিঙ্ক ট্যাঙ্কদের। সূত্রের খবর, এর জবাব দিতেও তৈরি ভারতীয় সেনারা। তারাও রীতিমতো পরিকল্পনা সাজিয়ে রাখছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন