
আন্তর্জাতিক ডেস্ক: এবার রাশিয়া পাকিস্তানের সাথে আর কোনো সামরিক চুক্তিতে সই করবে না বলে ঘোষণা দিয়েছেন ৭ শতাধিক রুশ প্রতিষ্ঠানের যৌথ সংগঠন রসটেক-এর চেয়ারম্যান সের্গেই চেমেকোভ। ভারতের সঙ্গে প্রায় ৭২,০০০ কোটি রুপির প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর দিনই মস্কোর পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো। তাদের দেওয়া এই ঘোষণায় আরও বলা হয়েছে, পাকিস্তানের কাছে আর কোনো সামরিক বিমানও বিক্রি করবে না রাশিয়া।
রাশিয়ার পক্ষ থেকে গতকাল রবিবার বলা হয়েছে, ‘পাকিস্তানকে কোনো আধুনিক যুদ্ধবিমান সরবরাহ করবে না রাশিয়া। পাকিস্তানে কিছু হেলিকপ্টার বিক্রি করা হয়েছে। তবে তা পরিবহণের কাজে ব্যবহৃত হয়। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন পাকিস্তানের সঙ্গে নতুন করে আর কোনো চুক্তি নয়। পাকিস্তানকে আর কোনো সামরিক সাহায্য করার পরিকল্পনা আমাদের নেই।'
পাকিস্তানের সঙ্গে গত মাসের শুরুতে রাশিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে আপত্তি জানায় ভারত। আর এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সেই মহড়ার লক্ষ্য ছিল সন্ত্রাসদমনের আধুনিক পদ্ধতির পরীক্ষানিরীক্ষা।'
এটি আইএস-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে লড়তে এই ধরণের মহড়া দরকারি বলে মন্তব্য করেন সের্গেই চেমেকোভ।
জানা গেছে, গত শনিবারই ১৬টি চুক্তি সই করেছে ভারত ও রাশিয়া। পরিকাঠামো, প্রতিরক্ষা, জাহাজনির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং রেল যোগাযোগকে আরও উন্নত করতে একযোগে কাজ করতে সম্মত হয়েছে দু'দেশ।
চলতি বছরের শুরুতেই পাকিস্তানে যুদ্ধবিমান এফ-১৬ বিক্রি করবে না বলে জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।