
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের রোরেইমা প্রদেশের রাজধানী বোয়া ভিসতাতে একটি জনাকীর্ণ কারাগারে গতকাল রবিবার ২৫ বন্দী নিহত হয়েছেন। দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে ওই ঘটনাটি ঘটে। ব্রাজিলের স্থানীয় মাধ্যমে এ খবর প্রকাশ করেছে ।
অই মাধ্যমটিতে জানান হয়েছে, ধারণক্ষমতা ৭৪০ হলেও বর্তমানে কারাগারটিতে ১৪০০ বন্দী রয়েছেন। কারাগারটি দুই ভাগে বিভক্ত ছিল। এক শ্রেণির বন্দী অন্য শ্রেণিতে ঢুকে পড়ার পরই সংঘর্ষ বাঁধে ।
বন্দীরা ছুরি, লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন ভিজিটিং আওয়ার চলছিল। সংঘর্ষ শুরু হওয়ার পর মোট ১০০ দর্শনার্থীকে জিম্মি করা হয়। দর্শনার্থীদের উদ্ধারের মাধ্যমে সংঘর্ষের অবসান ঘটে ।