News71.com
 International
 17 Oct 16, 02:00 PM
 351           
 0
 17 Oct 16, 02:00 PM

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

আন্তর্জাতিক নিউজঃ আগামী মাসে ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। গত জুলাইয়ে দায়িত্ব নেয়ার পর প্রথম বারের মতো দ্বিপক্ষীয় সফরে ইউরোপের বাইরে কোনো দেশে আসছেন তিনি। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর দেশটির সঙ্গে ভারতের সরাসরি বাণিজ্যিক যোগাযোগ গড়ে তুলতে একঝাঁক শিল্পপতিকে নিয়ে আসতে পারেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ৬ নভেম্বর শুরু হবে থেরেসা মে-র ভারত সফর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, 'ব্রিটেন বাণিজ্যের জন্য উন্মুখ, স্থিতিশীল ও মুক্তবাণিজ্যের সব থেকে বড় সমর্থক, এই বার্তা দিতেই ভারতে আসবেন তিনি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন