News71.com
 International
 04 Mar 16, 09:30 AM
 1397           
 0
 04 Mar 16, 09:30 AM

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।। বাদ পড়েননি মদন মিত্র

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।। বাদ পড়েননি মদন মিত্র

কলকাতা সংবাদদাতা : নির্বাচনী দামামা বেজে যাওয়ার পর পরই কালীঘাট থেকে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা ঘোষণা করলেন দলনেত্রী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের তৃনমুল কংগ্রেসের প্রার্থী তালিকায় ৪৫ জন মহিলা, ৫৭ জন সংখ্যালঘু প্রাথী রয়েছেন ।

তৃনমুলনেত্রী ঘোষিত তালিকায় কামারহাটি থেকে প্রার্থী হচ্ছেন মদন মিত্র , পাণ্ডুয়ায় তৃণমূল প্রার্থী হচ্ছেন ফুটবলার রহিম নবি ,উত্তর হাওড়া থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, বালিতে প্রার্থী বৈশালী ডালমিয়া, কার্শিয়াংয়ে প্রার্থী শান্তা ছেত্রী,কালিম্পঙে প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী,শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া, বাঁকুড়ার বড়জোড়ায় প্রার্থী সোহম,ভাঙড়ে প্রার্থী হচ্ছেন রেজ্জাক মোল্লা

মঙ্গলকোটে প্রার্থী হচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী, মেটিয়াবুরুজ আব্দুল খালেক মোল্লা, রাসবিহারী শোভনদেব চট্টোপাধ্যায়, চৌরঙ্গী নয়না বন্দ্যোপাধ্যায়, বালিগঞ্জ সুব্রত মুখোপাধ্যায়, বেলেঘাটা পরেশ পাল, শ্যামপুকুর শশী পাঁজা, কাশীপুর-বেলগাছিয়া মালা সাহা, মধ্য হাওড়া অরূপ রায়, হাওড়া দক্ষিণ ব্রজমোহন মজুমদার

উলুবেড়িয়া পূর্ব হায়দার আজজি স্বফি, উলুবেরিয়া উত্তর নির্মল মাজি, কুশমণ্ডি রেখা রায়, বালুরঘাট শঙ্কর চক্রবর্তী, তপন বাচ্চু হাঁসদা,গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ রায়, হবিবপুর অমল কিস্কু, মালদা দুলালচন্দ্র সরকার

নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী, মোথাবাড়ি এম ডি নজরুল ইসলাম, বৈষ্ণবনগর অসীতবরণ বসু, তমলুক নির্বেদ রায়, পাঁশকুড়া পশ্চিম ফিরোজা বিবি, ময়না সংগ্রাম দলুই, মহিষাদল সুদর্ষন ঘোষ দস্তিদার, হলদিয়া মধুরিমা মণ্ডল, পটাসপুর জ্যোতির্ময় কর, কাঁথি উত্তর বাঁশরি মাইতি, ভগবানপুর অর্ধেন্দু মাইতি, খেজুরি রঞ্জিত মণ্ডল,রামনগর অখিল গিরি, এগরা সমরেশ দাস, নয়াগ্রাম দুলাল মুর্মু, দাঁতন বঙ্কিম প্রধান, গোপীবল্লভপুর চূড়ামণি মাহাতো, ঝাড়গ্রাম সুকুমার হাঁসদা,কোশিয়াড়ি, খড়্গপুর সদর রামপ্রসাদ তিওয়ারি

ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা বন্দর ফিরহাদ হাকিম, এন্টালি স্বর্ণকমল সাহা, জোড়াসাঁকো স্মিতা বক্সি, মানিকতলা সাধন পাণ্ডে, শিবপুর জটু লাহিরি, সাঁকরাইল শীতল সর্দার, পাঁচলা গুলশন মল্লিক, গঙ্গারাম পুর সত্যেরন্দ্রনাথ রায় ,হরিরামপুর বিপ্লব মিত্র, গাজল সুনীলচন্দ্র রায়, চাঁচল সৌমিত রায়

মালতীপুর মোজাম্মেল হুসেন, রতুয়া শেহনাজ কাদরি ,মানিকচক সাবিত্রী মিত্র, মালদা দুলালচন্দ্র সরকার

ইংরেজবাজার কৃষ্ণেন্দুনারায়ন চৌধুরী, বৈষ্ণবনগর অসিতবরণ বসু, যাদবপুরে প্রার্থী হচ্ছেন মণীশ গুপ্ত।

 নিজের দলের প্রাথী তালিকা প্রকাশ করলেও অশান্ত অসমে দুদফায় ভোট, তামিলনাড়ু-পুদুচেরিতে এক দফায় ভোট, অথচ বাংলায় ছ দফা ভোটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নেত্রী। এভাবেই নির্বাচন কমিশনের ৬ দফার ভোটের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পশ্চিম বঙ্গের শাসক দল তৃনমুল কংগ্রেসনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন