News71.com
 International
 17 Oct 16, 03:28 PM
 343           
 0
 17 Oct 16, 03:28 PM

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭ ও আহত ৫০ ।।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭ ও আহত ৫০ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৫০ জন। আজ সোমবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে ।

রাজধানী ইসলামাবাদ থেকে ৮শ’ কিলোমিটার দক্ষিণের খানপুর শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় দুই বাসে মোট ১শ’ জন যাত্রী ছিল। স্থানীয় সরকারি কর্মকর্তা জাফর ইকবাল এএফপিকে জানিয়েছেন, দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে ।

ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন