
নিউজ ডেস্ক: মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি ফেরিডুবির পর উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করেছে। তবে আরো লাশ পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফেরিটিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ছিলেন। এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় ত্রাণ ও পুনর্বাসন দফতরের পরিচালক সা উইলি ফ্রিয়েন্ট বলেন, ‘এখন পর্যন্ত আমরা নদী থেকে ১৪ জনের লাশ উদ্ধার করেছি। তবে এখনো তাদের পরিচয় সনাক্ত করতে পারিনি।’ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।