News71.com
 International
 17 Oct 16, 03:47 PM
 340           
 0
 17 Oct 16, 03:47 PM

এবার মসুলও হারাল আইএস ।। সরকারি বাহিনীর সহজ জয়

এবার মসুলও হারাল আইএস ।। সরকারি বাহিনীর সহজ জয়

নিউজ ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগর মসুল পুনরুদ্ধার করেছে সশস্ত্র উপজাতি, সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সমন্বিত দল।সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় একথা জানান ইরােকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।

মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর, যা ২০১৪ সালের জুন থেকে আইএসের নিয়ন্ত্রণে।বিবিসি জানায়, মসুল ইরাকে আইএসের শেষ প্রধান দুর্গ ছিল। শহরটি হারানোর পর কর্তৃপক্ষ বলছে, দেশটিতে জঙ্গিগোষ্ঠীটির কার্যকর পরাজয় বলে হয়েছে।এর আগে, রবিবার তুর্কী সমর্থিত সিরীয় বিদ্রোহীরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হাত থেকে দেশটির সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর দাবিক দখল করে নেয়

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন