নিউজ ডেস্ক : নিজের সারা মাসের আয় বাজি ধরেছিলেন এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে এক পাকিস্তানি এক সমর্থক। কিন্তু ৫ উইকেটে পাকিস্তান হারলে আত্মহত্যার পথ বেঁছে নেন তিনি। কারণ, মাসিক উপার্জনের পুরোটাই বাজিতে লাগিয়েছিলেন তিনি।
গত বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় মাশরাফি বিন মুর্তজার দল। আর তার পরের দিন বৃহস্পতিবারই আত্মহত্যা করেন আনারকলি শফিক(৫০) নামে একজন পাকিস্তানি সমর্থক।
আনারকলি পাকিস্তানের পাঞ্জাব সেচ প্রকল্পের একজন কনিষ্ঠ কর্মচারী। প্রতি মাসে সেখান থেকে উপার্জিত অর্থের পরিমাণ ৩০,০০০ পাকিস্তানি রুপি। ম্যাচের দিন পুরো অর্থই পাকিস্তানের উপর বাজি ধরেন এই পাক সমর্থক । কিন্তু পাকিস্তান হারলে সব অর্থই চলে যায়। নিঃস্ব হয়েই আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, শফিকের মৃতদেহ তার অফিসের দ্বিতীয় তলায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা এএসআই মনজুর জানিয়েছেন, শফিক ক্রিকেটের জুয়ার সঙ্গে কয়েক বছর থেকে জড়িত ছিলেন।