আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার তাঁকে আটক করা হয়। তবে সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রেসিডন্ট লুলা।
উল্লেখ্য পেট্রোব্রাসের অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। ইতিমধ্যে সাবেক এই প্রেসিডেন্টের বাড়ি তল্লাশি করেছে স্থানীয় পুলিশের একটি সংস্থা। পুলিশ বলছে, লুলা অবৈধভাবে কিকব্যাক স্কিম নামের একটি প্রতিষ্ঠান থেকে লাভবান হয়েছেন বলে তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে ।
এ ঘটনায় এ পর্যন্ত বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা ও রাজনীতিবিদকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, আটক ব্যক্তিরা পেট্রোব্রাসের সঙ্গে চুক্তির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি করেছিলেন এবং সেই অর্থের কিছু অংশ ঘুষ হিসেবে তাঁরা ব্যবহার করেছিলেন