News71.com
 International
 18 Oct 16, 12:00 AM
 330           
 0
 18 Oct 16, 12:00 AM

থাই রাজার মৃত্যুতে পিছাচ্ছে না দেশটির জাতীয় নির্বাচন

থাই রাজার মৃত্যুতে পিছাচ্ছে না দেশটির জাতীয় নির্বাচন

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা থাই রাজা ভূমিবল গত বৃহস্পতিবার ব্যাংককের সিরিরাজ হাসপাতালে মারা যান। ৮৮ বছর বয়সী প্রয়াত রাজা কিডনি ও ফুসফুসে সংক্রমণ জনিত জটিলতায় ভুগছিলেন। রাজার মৃত্যুর পর টেলিভিশনে এক ভাষণে থাই প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ চান ওচা আগামী একবছর শোক পালনের ঘোষণা দেন।

২০১৪ সালে সামরিক অভ্যূত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতায় আসেন জেনারেল প্রায়ুথ। ক্ষমতায় আসার পর ২০১৭ সালে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
রাজার মৃত্যুর অজুহাতে সামরিক সরকার পূর্ব নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে কি-না তা নিয়ে অনেকের মনে সংশয় দেখা দিয়েছে।

সোমবার ব্যাংকক পোস্ট পত্রিকার খবরে বলা হয়, পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, “আগামী বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেপথে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে সরকার।”

থাই সামরিক সরকারের মুখপাত্র উইরাচন সুকনধাপাতিপাক যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “এটি রাজনীতি নিয়ে আলোচানার সময় নয়।” যদিও রাজার মৃত্যুর পর প্রধানমন্ত্রী প্রায়ুথ জোর দিয়ে বলেছেন, রাজার মৃত্যুতে দেশজুড়ে শোক পালন করা হলেও থাইল্যান্ডের অর্থনীতি ও সরকারি কাজকর্ম স্বাভাবিক গতিতেই চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন