
আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের মধ্যাঞ্চলে প্রবল বর্ষণে আজ সোমবার সকাল নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আজ দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নিয়ন্ত্রণ বিভাগ (ডিএনডিপিসি) জানায়, বিগত কয়েকদিনের বর্ষণে আরো ৪জন নিখোঁজ রয়েছে ও ১৮ জন আহত হয়েছে ।
দুর্যোগ বিভাগের ওয়েবসাইটে বলা হয়, প্রবল বর্ষণের কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কুয়াং বিন প্রদেশে সর্বোচ্চ ১৮ জন, মধ্যাঞ্চলীয় অঞ্চলে ৩জন এবং মধ্যাঞ্চলীয় নগি আন ও থুয়া থিয়েন-হুয়ি প্রদেশে ৪ জন প্রাণ হারায়।
প্রাকৃতিক এ দুর্যোগে ২৫টি বাড়ি ধসে পড়ে। এছাড়া প্রায় ১ লাখ ২২ হাজার ঘরবাড়ি বন্যা কবলিত হয়েছে ।