News71.com
 International
 18 Oct 16, 12:14 AM
 337           
 0
 18 Oct 16, 12:14 AM

ভিয়েতনামে প্রবল বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ ।।

ভিয়েতনামে প্রবল বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের মধ্যাঞ্চলে প্রবল বর্ষণে আজ সোমবার সকাল নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আজ দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নিয়ন্ত্রণ বিভাগ (ডিএনডিপিসি) জানায়, বিগত কয়েকদিনের বর্ষণে আরো ৪জন নিখোঁজ রয়েছে ও ১৮ জন আহত হয়েছে ।

দুর্যোগ বিভাগের ওয়েবসাইটে বলা হয়, প্রবল বর্ষণের কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কুয়াং বিন প্রদেশে সর্বোচ্চ ১৮ জন, মধ্যাঞ্চলীয় অঞ্চলে ৩জন এবং মধ্যাঞ্চলীয় নগি আন ও থুয়া থিয়েন-হুয়ি প্রদেশে ৪ জন প্রাণ হারায়।
প্রাকৃতিক এ দুর্যোগে ২৫টি বাড়ি ধসে পড়ে। এছাড়া প্রায় ১ লাখ ২২ হাজার ঘরবাড়ি বন্যা কবলিত হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন