News71.com
 International
 18 Oct 16, 12:17 AM
 357           
 0
 18 Oct 16, 12:17 AM

উত্তর কোরিয়ায় মাঝারি পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ ।।

উত্তর কোরিয়ায় মাঝারি পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার মাঝারি পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির সর্বশেষ পরীক্ষা চালানো এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। আজ সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একথা জানায় ।

উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং নগরীর একটি বিমান ঘাঁটির কাছ থেকে গত শনিবার দুপুরের পরপরই মুসুদান ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। ক্ষেপনাস্ত্রটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা সাধারণত এ ধরণের পরীক্ষা চালানোর খবর কয়েক ঘন্টা এমনকি কয়েক মিনিটের মধ্যে প্রকাশ করে থাকে। কিন্তু গত শনিবারের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রায় ১৬ ঘণ্টা পর প্রকাশ করা হলো ।

দক্ষিণ কোরিয়ার একজন জয়েন্ট চীফ অব স্টাফ কর্মকর্তা আজ সোমবার জানান, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। কারণ, এটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হওয়ার হওয়ার খবর নিশ্চিত করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন