News71.com
 International
 18 Oct 16, 11:23 AM
 352           
 0
 18 Oct 16, 11:23 AM

অ্যাডলফ হিটলারের জন্মভিটা ভেঙে ফেলবে অস্ট্রিয়া ।। স্বরাষ্ট্র মন্ত্রী উল্ফগ্যাং সোবোতাক

অ্যাডলফ হিটলারের জন্মভিটা ভেঙে ফেলবে অস্ট্রিয়া ।। স্বরাষ্ট্র মন্ত্রী উল্ফগ্যাং সোবোতাক

 

আন্তর্জাতিক ডেস্কঃ ১৮৮৯ সালে এই বাড়িটিতেই জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম খলনায়ক ও একনায়ক অ্যাডলফ হিটলার। এবার সেই বাড়িটিকেই ভেঙে নতুন বাড়ি বানানোর পথে অস্ট্রিয়া প্রশাসন।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী উল্ফগ্যাং সোবোতাক জানিয়েছেন, বাড়িটির রক্ষণাবেক্ষণের সঠিক ব্যবস্থার জন্যই বাড়িটিকে ভেঙে পুনরায় অন্যত্র নির্মাণ করার ব্যবস্থা করা হবে। ফলে শহরের পশ্চিমাংশে অবস্থিত এই বাড়িটি নতুন রূপে সেজে উঠবে অন্যপ্রান্তে।

জানা গেছে, অনেক বছর ধরেই বাড়িটিতে অন্য একটি পরিবার বসবাস করত। কিন্তু সরকার বাড়িটি ভাঙতে চাইলেও তারা রাজি ছিল না। ফলে বহুদিন যাবত সরকারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। অবশেষে বিরোধ মিটলে এবার ভাঙা হতে যাচ্ছে হিটলারের জন্মভিটা।

সূত্রের খবর, ১৯৭২ সালে বাড়ির মালিকের থেকে অস্ট্রিলিয়া প্রশাসন বাড়িটি লিজ নিয়েছিল। সেখান শারীরিক ভাবে অক্ষম মানুষদের থাকার ব্যবস্থাও করেছিল। কিন্তু ২০১১ সালে লিজের সময় সীমা শেষ হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন